বাইয়াত

 *****%বাইয়াত%*****
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

বাইয়াতের জীবন গড়তে হলে
বাইয়াত গ্রহণ করতে হবে
শপথের সঙ্গী হতে হলে
জীবনে সাধনা আনতে হবে।।
বাইয়াত নিবে কার কাছে
সে কি তোমার জানা আছে?
আমল-আখলাকে পূর্ণ ঈমান
সঠিক মানুষ চিনতে হবে।।

কোরআনের সাথে যারা অবিচল
হাদিসের বরাতে ডাকে যেই দল
এসে আজ তাদের দলে
ইসলামী হুকুমাত গড়তে হবে।।
বাইয়াতের জীবন যেন মধুময়
আসহাবে সাহাবা তার উপমায়
হাজার কষ্টেও হাসি মুখে
বিধান আল্লাহর মানতে হবে।।

Post a Comment

0 Comments