রাহাবার

 ******রাহাবার******
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

বাগানে ফুটে ছিল শত শত ফুল,
কোনটা রেখে কোনটা তুলি হয়ে যায় ভুল,
ভুলগুলো শোধরানো বড়ই কঠিন,
জ্ঞানহীন মানুষেরা পুরোই স্বাধীন।।
কিছু মানুষ নূরের জ্যোতি নিয়ে জন্মায়
সে নূর জাতিকে আলো দিয়ে যায়
কেউ আলোকিত হয় কেউবা হয় না
কারো বিদায়ের বিরহ এ হৃদয় সয়না।।
যুগে যুগে মানুষ আসে আবার চলে যায়
খোদার প্রিয় মানুষেরা বেশি দিন রয়না
কোরআনের আলোয় যাদের জীবন তৈরি
তারা কভু পথ ভুলে আঁধারে যায় না।।
কেউ সিংহের মত হুংকার দেয়
কেউবা বিড়ালের মত দৌড়ে পালায়
কারো মুখে স্লোগান হয় আল্লাহু আকবার
কেউবা বলে এগুলো আমার বাবার।।
একটা আহমদ শফী গড়ে দিল ইতিহাস
মৃত্যুতেও রেখে গেলো ইসলামী ঐক্যের আশ্বাস
দল-মত-নির্বিশেষে পড়ছে জানাজার নামাজ
এসো মত ভুলে গড়ি ইসলামী সমাজ।।
আহমদ শফীরা যুগে যুগে ইসলামী রাহাবার
নাস্তিকের বিরুদ্ধে যাদের ছিল হুংকার
বাতিলের বিরুদ্ধে যাদের ছিল কারবার,
অন্যায় অত্যাচার জেল জরিমানা সয়েছে বারবার।।



Post a Comment

0 Comments