আহমাদ শফী স্মরণে

 

*আহমাদ শফী স্মরণে-*

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

আকাশে বাতাসে শুনি কান্নার আওয়াজ
লাখো ভাই দিয়ে যাচ্ছে স্ট্যাটাস,
হৃদয়ে অঝোরে ঝরছে রক্ত ক্ষরণ
শূন্যতা শূন্যই রবে হবে না পূরণ।।
চোখের জলে আঁখি ছল ছল
জানাজায় মানুষের উপচে পড়া ঢল,
কার জানাজা কে যাচ্ছে আজ
কে দেবে এমন বুখারীর রেওয়াজ।।
বয়োবৃদ্ধ অভিভাবক কওমি অঙ্গনের
চল্লিশ বছর আলো দিল জ্ঞানের,
তাকে জানাবো শেষ বিদায়ের ধ্বনি
যিনি ছিলেন ইসলামের মহাজ্ঞানী।।
বাংলা আর পাবে না এমন আলেম
যাকে দিল আল্লাহ সাগরসম এলেম,
আজ তার চলে যাওয়ার দিন
দিয়ে গেল মানুষকে আলোর ঋণ।।
আলোকিত মানুষেরা ছড়িয়ে যায় আলো
দূর করে দুনিয়ার আধার-কালো,
লাখো লাখো আলেমের ভালোবাসায় সিক্ত
তোমার বিদায়ে আজ আমরা রিক্ত।।
যুগে যুগে জন্ম হোক মহাজ্ঞানী
বলিষ্ঠ কণ্ঠে বলুক তাকবীর ধনী,
সবখানে পৌঁছে দিক কোরআনের বাণী
নতুন আলোয় ভরে যাক ধরণী।।

Post a Comment

0 Comments