মুক্তি

 *******//মুক্তি \\*******
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

নয়তো আমি মুজিব-জিয়া
নয়তো স্বৈরাচার
আমি হলাম নূর হোসেন
মানিনা অবিচার।।
আমি রফিক শফিকের রক্তের
বাংলা ভাষা
আমি মতিউরের উড়াল দেয়া
স্বাধীনতার আশা।।
আমি মুক্তিকামী জীবন দেয়া
শহীদি প্রাণ
আমি কামানের সামনেও বলি
বিপ্লবী স্লোগান।।
আমি জীবনের দামে কিনি
মানবতার সম্মান
আমি গোলামীর জিঞ্জির থেকে
বাচাই মাজলুমান।।
আমি অন্যায়ের প্রতিবাদ করি
মুখোমুখি বাক্যে
আমি বাতিলের জম হই
কালেমার সাক্ষ্যে।।
No photo description available.

Post a Comment

0 Comments