প্রিয় মুহাম্মাদ রাসুল

** প্রিয় রাসুল**

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**
সালাম যাকে জানায় ছিল আল্লাহ মহান
যাকে সালাম দিতে ব্যস্ত ফেরেশতা তামাম
যার উচিলায় সৃষ্টি হল বিশ্ব জাহান কুল
তিনি দুইশ কোটি মুসলমানের কলিজার ফুল।
প্রিয় মুহাম্মাদ রাসুল, মুহাম্মদ রাসুল।।
জাহিলিয়াত ছেয়ে ছিল আরব জাহান
কোরআন এসে ধরিয়ে দিলো জীবন বিধান
মূর্খ জাতি পেয়ে গেল আলোর সন্ধান
সেই কোরআনের বাহক ছিলেন মদিনার বুলবুল।
আমার মোহাম্মদ রাসুল, মোহাম্মদ রাসুল।।
প্রাণের নবীর শানে যারা করছে বেয়াদবি
তাদের সাথে আপোষ নাই যায় গো প্রান যদি
যার উছিলায় ক্ষমা পেল প্রিয় আদম নবী
তাকে ভালোবাসি মোরা করব না 'ক ভুল।
প্রিয় মুহাম্মাদ রাসুল, মুহাম্মদ রাসুল।।


Post a Comment

2 Comments

  1. Replies
    1. #আমরা গর্বিত আমরা মুহাম্মাদ (স:) এর উম্মাত।

      Delete