গোলাম সারোয়ার সাঈদী স্মরণে

 প্রিয় মুখ **
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ**


যে পাখি উড়তে চায় জান্নাতে 
যে পাখি নীড় খোঁজে আরশের ছায়াতে
সে পাখি কি করে থাকে 
ধুলির এই ধরাতে।।

আসমান থেকে ডাক আসে ফিরতে
ফেরেশ্তা স্বাগত জানায় লাল গালিচা পেতে,
কি করে ফিরাবে সে এই সম্ভাষণ
কে যাবে না প্রভুর সাক্ষাতে?

কিছু মানুষ হৃদয়ে বাসা বাঁধে
বিদায়ে আঁখি জলে কপোল ভিজে,
পাখি তো ফিরে যায় নিজের বাসায়
তবুও মন কেন পারে না মানতে?

ওহে প্রভু খালিক মালিক তুমি গাফফার
শহীদি মরণ দিও নসিবে আমার
চাঁদমাখা মুখগুলো বিদায়ী বহরে
তোমার মেহমান করো জান্নাতি শহরে।।


Post a Comment

0 Comments