অগ্রহায়ণ মাস

অগ্রহায়ণ মাস**

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**


মরা কার্তিকের খরা পেরিয়ে 

আসলো ধান কাটার অগ্রহায়ণ,

কৃষকের ঘরে কাজের ফিরিক

অবধারিত খাটনি না করে শয়ন।

আঘনের রাতে শীত মেহমান

মোটা কাঁথার বাড়ছে কদর

শীত এসেছে শশুর বাড়ি

সঙ্গে নিয়ে নকশী চাদর।

নীহার ছড়িয়েছে মাঠের প্রান্তর

দুর্বার ডগায় বেঁধেছে বাসা,

টিনের চালে টপাটপ শব্দ

বৃষ্টি নয় ঝড়ছে কুয়াশা।

রাতের শীত দিনের গরম

অঘ্রানের বেজায় নেই শরম

নতুন ধানের নতুন চালে

গিন্নি আমার পিঠা বেলে।

আমন ধানের পিঠার মজা

না খাইলে কি বুঝবে মজা?

নকশি পিঠা খেতে হলে

এসো ভাই পল্লী গাঁয়ে।।



Post a Comment

0 Comments