বিজয় পতাকা

 বিজয় পতাকা**
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**

নীলিমার বুকে সবুজের ঢল
সবুজের মাঝে সূর্যটা লাল
রক্তের লাল সবুজে মাখা
সেই তো আমার বিজয় পতাকা।
এই পতাকা গায় জড়িয়ে
জীবন দিল আমার ভাইয়ে
হার মানেনি লাখো জনতা
রক্ত দিয়ে বিজয় লেখা।।
লাখ লাখ জীবনের বিনিময়ে
পেয়েছি একটি স্বাধীনতার দেখা
লাখো মা সম্ভ্রম হারিয়ে
এনেছে একটি বিজয় শিখা।।
মৌলিক চাহিদা পূরণ করতে
জীবন দিয়েছি আমরা বাংলাদেশী
জুলুম সহিনা জীবন বিলাই
দেশ মাতাকে বড় ভালোবাসি।
স্বাধীনতা হোক সবার জন্য
পাক সবাই সমান অধিকার
বিজয় কারো একার নয়
বিজয় দেশ মাটি জনতার।





Post a Comment

0 Comments