পদ্মায় সেতু পেলাম, যুক্ত হলাম ঢাকার সাথে

 আমাদের পদ্মা সেতু !!



প্রযুক্তির বিস্ময় : ১৮ কিমি দীর্ঘ ক্রিমিয়া ব্রীজ
==========
১৫ মে, ২০১৮। রাশিয়ার সাথে সমুদ্রের উপর দিয়ে সংযুক্ত হল ক্রিমিয়া। পুতিন
নিজে গাড়ি চালিয়ে উদ্বোধন করলেন ১৮.১ কিলোমিটার দীর্ঘ এই “ইন্জিনিয়ারিং
মার্ভেল”! এটি ইউরোপের দীর্ঘতম ব্রীজই নয় শুধু, তৈরী করা হয়েছে বৈরী আবাহা-
ওয়ার ব্ল্যাক সী’র উপর দিয়ে। ব্রীজটি তৈরী করতে সময় নিয়েছে কাঁটায় কাঁটায়
তিন বছর। এটিকে একটি ব্রীজ না বলে দুটি পাশাপাশি ব্রীজ বলা চলে। একটি
চারলেনের রোড ব্রীজ, সাথে দুই লেনের রেল ব্রীজ মিলিয়ে ক্রিমিয়া ব্রীজ। উত্তাল
সাগর, কন কনে ঠান্ডার মধ্যে নিরবিচ্ছিন্ন কাজ করে তৈরী হয়েছে এই জোড়া সেতু।
এই সেতুর বিশালত্ব কিছুটা হয়ত বোঝা যাবে আমাদের দেশের মহাপ্রকল্প পদ্মা
সেতুর সাথে তুলনা করলে ...
.
- দৈর্ঘ্য ১৮.১ কিমি (পদ্মা সেতু - ৬.১৫ কিমি)- স্প্যান ২২৫ মিটার
(পদ্মা সেতু - ১৫০ মিটার)- পাইল এর সংখ্যা ৫১০০ টি প্রতিটি ৬০-৯০
মিটার গভীর (পদ্মা সেতু - ২৭২ টি , ৮০-১২৮ মিটার গভীর )
- নৌযান যাতায়াত এর জন্য উচ্চতা- ৩৫ মিটার (পদ্মা সেতু - ১৮ মিটার)
- সড়ক ৪ লেন x ১৮ কিমি (পদ্মা সেতু-৪ লেন x ৬.১৫ কিমি)
রেল লাইন, সমান্তরাল ২ লেন (পদ্মা সেতু -১ লেন)
.
এই সেতুটি তৈরী করতে রাশিয়া খরচ করেছে ৩.৫ বিলিয়ন ডলার (পদ্মা সেতু ৩.৮
বিলিয়ন ডলার )।
বাংলাদেশের খরচ রাশিয়ার প্রায় তিন গুন।অথাৎ আরো দুইটি পম্মা সেতুর টাকা গায়েব
হয়ে গেছে।


Post a Comment

0 Comments