পালকি চলে যায়


 পালকি চলে যায়**

 কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ**


রঙিন সাজে খুব সেজেছে, হাজী বাড়ির মেয়ে

কাল নাকি বিয়ে হয়েছে, লক্ষ টাকা দিয়ে।

হাজী সাহেবের মেয়ে বলে, বড়ই গুন তার

মুন্সী বাড়ির বউ হয়েছে, ধরবে হাতে সংসার।


আলম নগর মুন্সি বাড়ি, বেজায় অনেক দূর

পালকিতে নয় মোটরগাড়ি, বাজায় বাশির সুর।

সুর বলতে কিছুই নাই, বাজছে ডিজে গান

হাজী সাহেব তালে তালে, খাচ্ছে চিবে পান।


হাজির কথা বাদ দেন, মুন্সি গেল কই

নামাজ-কালাম কিছুই নাই, মুন্সি খায় খই।

হাজী মুন্সি বিয়াই এখন, কে করবে মানা

ধর্মের কথা শুনলে ওরা, দু'জনেই কানা।


পালকিতে আর যায় না বধু, ঘোমটা তুলে গায়

হেইও বলে ডাকে না কেউ, পালকি চলে যায়।

Post a Comment

0 Comments