বসন্তের কবিতা

 বসন্তের প্রকৃতি **

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**


বাহারি রঙের পরশ ছড়িয়ে 

ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত,

হিমেল হাওয়া নীরব আজি

খুঁজে পেয়েছে বিচ্ছেদের সীমান্ত।।


শিমুলের রক্ত মাখা মুখের হাসি

পলাশও আগুন ঝরায় রাশি-রাশি,

হরেক রকম ডালিয়ায় হৃদয় দোলে

কোকিলের মধুর সুর মনটা খুলে।।


নতুন পাতায় দোল খায় দখিন হাওয়া

শীতে আর থামে না পুকুরে ডুবিয়ে নাওয়া,

সবুজে ভরে গেছে আঙিনার চারদিক

হরিৎ পাতার মাঝে লাল ফুলের ঝিলিক।।


ভীমরাজ পাখির সাথে লাল ফুলের মিতালী

ফুলে ফুলে খাবার সন্ধানে ব্যস্ত বুলবুলি,

লাল ঠোঁটে ফুলের সঙ্গে একাকার শালিক

ফাগুনের ভোরে সোনা রোদের ফিক ফিক।।


গাঁদা ফুলের মালার অপেক্ষায় শহীদ মিনার

কনকচাঁপা সন্ধ্যামালতী ছড়ায় রূপের বাহার,

ফাগুনকে রাঙাতে জুঁই বকুল মাধবীলতা মধুমঞ্জুরী

কনকলতা পরিজাত দেবকাঞ্চন রূপায়িত করেছে প্রকৃতি।।







Post a Comment

0 Comments