জমানাতো বদলে গেছে


প্যারোডি গান: জমানাতো বদলে গেছে
 কাজি মুহাম্মাদ ঈসা মাহমুদ

দু:খ কার কাছে শুধাই
দু:খ বলবার জায়গা নাই
জামানাতো বদলে গেছে 
আগের মত নাই।

বুড়ো মানষের সম্মানতো আর, দেয়নারে কেহ
আবুল মিয়ার পিচ্চি পোলা
শাটের বোতাম খুইলা হাটে, দেখাইয়া দেহ-২
পোলা ইচড়ে পাকা ভাই
পোলার কোন জুড়ি নাই।।

চাকরিজীবী ছাত্র-ছাত্রী
প্রেম ছাড়া নাই কোন পাত্রি
সময় পেলেই প্রেমের গল্প
কেউ করেনা একটু অল্প
বাদ পরেনা রাস্তারও টোকাই।।

বাসাবাড়ি রাস্তা ঘাটে
সময় পেলেই শ্রেণি কক্ষে
প্রেম চর্চা করছে যে সবাই
প্রেম ছাড়া তো অন্য গল্প
ওদের কাছে ছাই।।



Post a Comment

0 Comments