///মীরজাফর///
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
হায়নারা বারবার হানা দেয় দুয়ারে
পলাশীর কান্না ভেসে যায় জোয়ারে
সিরাজের সরলতা নিল সব কেড়েরে
মীর জাফরের মত গাদ্দার শুয়োরে।।
ষড়যন্ত্র তাদের মূলমন্ত্র লোভ শুধু ক্ষমতার
মীরজাফরেরা আজো দাবড়ে বেড়ায় বাংলার প্রান্তর
নেই তাদের লজ্জা সেজেছে চাটুকার
স্বাধীনতার কথা বলে বিষে ভরা অন্তর।।
স্বাধীনতা হননকারী কী করে দিবে ন্যায় বিচার
স্বাধীনতা মরে গেছে কী লাভ করে চিৎকার
মুক্তির জন্য লড়তে হবে ঘুরে দাড়াও বীর
আমরণ যুদ্ধ করো হয়ে বিপ্লবী তিতুমীর।।
1 Comments
ভালোবাসা অভিরাম
ReplyDelete