আমি মুসলমান - ২

আমি মুসলমান-২
কাজী মোহাম্মদ ঈসা মাহমুদ

আমি খোলাফায়ে রাশেদার দ্রুতগামী
ঘোড়ার পায়ের ধুলো।
আমার ভালোবাসায় মুছে যাক
পৃথিবী যত আঁধার কালো।
আমি হাফিজ, রুমি, ইমরুল কায়েস,
আমি আবু হানিফার অক্লান্ত
পরিশ্রমের মাঝে একটু আয়েশ।
আমি  আবু ইউসুফের বিচারের যুক্তি ,
আমার কাজের দ্বারা সারা দুনিয়ার
মাজলুম পাক মুক্তি ।
আমি ইমাম মালিকের পাথর ঝুলানো হাত ,
জীবন দিব ঈমানের জন্য, হবোনা কুপোকাত।
আমি সত্যের দিশারী
আমি শোষকের জন্য ধ্বংসের হুঁশিয়ারি ।
আমি দ্বীনের জন্য শহীদি প্রাণ,
আমি শেষ বিন্দু রক্তেও
 যুদ্ধ করি বাঁচাতে ঈমান।
 আমি আল্লামা ইকবালের রুহানি সন্তান ,
সুরতে নয় সীরাতে তার রেখে যাই প্রমাণ।
আমি নজরুলের বিদ্রোহী কবিতা
আর জসীমউদ্দীনের কবর।
আমি বিশ্বের মাঝে ঘুরে বেড়াই
রাখি মাজলুমের খবর।
আমি আল মাহমুদ
আমি দীন মোহাম্মদ
আমি বন্দে আলী মিয়া
আমি কায়কোবাদ ।
আমি ফররুখের সাত সাগরের মাঝি
আমি পাঞ্জেরী
আমি রেনেসাঁর অমিয়সুধা'
মুসলিম মুসলিমে ভাই ভাই
এ বাণী আমাদের করেনি জুদা।
আমি গোলাম মোহাম্মদের
হলদে ডানার পাখি,
আমি আব্বাস উদ্দিনের সুরের
মাঝে ঘুরে বেড়াই, দেখি চাকি চাকি ।
আমি গানের পাখি মতিউর রহমান মল্লিক
যার গানের সুরে মুখরিত
এই সুজলা শ্যামলার চারদিক।
আমি বিপ্লবী ইশতেহারের
আসাদ বিন হাফিজ
আমি আইনুদ্দীন আল আজাদের
বিপ্লবী গানের করে যাই তামিজ।
আমি আমাতে হারিয়ে যেন না যাই,
থাকি যেন সদা দ্বীনের পথে।
হে প্রভু দয়াময় কবুল করো,
রাখিও জান্নাতি রথে।
কালেমা নসিব করিও মৃত্যুতে,
নবী যেন চিনে নেয়, এ অধম উম্মতে।।


Post a Comment

1 Comments

  1. হে আল্লাহ তুমি কবি কে তার লেখায় বরকত বাড়িয়ে দাও

    ReplyDelete