মাযে আমার হীরার খনি
***মা***
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
মাযে আমার হীরার খনি
এই ধরণীর বুকে,
মৃত্যু ব্যাথা ভুলে গেলেন
আমায় পাবার সুখে।।
নয়ন মেলে দেখলো যখন
আমার বদন খানি
ছলছলিয়ে ভিজলো দু'চোখ
ধরল বুকেটানি।।
মাযে আমার সুখের মাঝে
অমূল্য এক হাসি
ভুবন মাঝে মাকে ছাড়া
নাইরে কোন খুশি।।
তোমায় ছেড়ে যখন আমি
দূরে চলে যাই,
তোমার কথা মনে করে
সুখটা খুঁজে পাই।।
মায়ের আঁচল ধরার মাঝে
একটি সুখের ঠিকানা,
মাকে ছাড়া এই জীবনে
দুঃখের নাইরে সীমানা।।
মায়ের জন্য হাত তুলেছি
প্রিয় মালিক রব্বানা,
আমার মাকে ভালো রেখো
কষ্ট কভু দিও না।।
0 Comments