হেমন্তের রূপ

হেমন্তের রূপ**
কবিঃ এন এন কলি**

নীল আকাশে মেঘের ভেলা
সারাটা দিন করছে খেলা,
দেখি শরৎ রূপে।
দোল লাগিয়ে ধানের ক্ষেতে,
দেখছি শরৎ চলে যেতে,
যাচ্ছে চুপে চুপে।।

পাতা ঝরার আমেজ নিয়ে,
শীতের হালকা আভাস দিয়ে,
হেমন্তকাল আসে।
সবুজ ধানের শীষের মাঝে,
সোনালী রঙ সকাল সাজে,
আসে কার্তিক মাসে।।

ভোরের বেলা শিশির ধোয়া,
হালকা শীতল বাতাস ছোঁয়া,
মনে প্রেমের সৃষ্টি।
মেঘগুলো সব জড়ো হয়ে,
উদাস ঘোমট বাতাস বয়ে, 
হঠাৎ নামে বৃষ্টি।।

নতুন ধানের সুগন্ধীতে,
কৃষাণীর কাজ উঠোনেতে,
নবান্ন ওই আসে।
কৃষক সদা ব্যস্ত কাজে,
গ্রাম্য মেলার ঘন্টা বাজে,
ক্ষীরের গন্ধ ভাসে।।




Post a Comment

0 Comments