সালাম

💖💖💖সালাম 💖💖💖

কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ


সালাম দিয়ে বললে কথা 

লোকে তারে কয় জ্ঞানী

সালাম দিলে শান্তি মিলে 

বেড়ে যায় গো সম্মানী।।


সালাম দিয়ে কথা বলায় 

হয়রে যাদের চুলকানি

মিষ্টি হেসে সালাম দিয়ে 

দাও গো তাদের চুলটানি।।


সালাম দিব সবাকে ভাই

সালাম রাগের কুরবানী

সালাম দিলে যায়রে কেটে 

অহংকারের সুর ধ্বনি।।


সালাম দিয়েই হোকনা শুরু

পরিচয়ের সব বানী

আল্লাহ হাফেজ বলে বিদায়

হয়রে নিতে তাও জানি।।



Post a Comment

0 Comments