**আগুনমুখোর প্রেম**-
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
আগুনমুখো নদীরে তুই,
ভাঙলি বাড়িঘর।
আমার বাড়ি ভেঙেরে তুই
গড়লি আবার চর।।
চরের জমি দখল নিয়া,
কেউ হইল জমিদার।
আমার ভূমি অন্যের হইল,
দেখলো না সরকার।।
নদীরে তোর মায়া আমি
ভুলতে পারি না।
তোরই ভালোবাসায় আমি
ফিরে আসি দশমিনা।।
আগুনমুখো তোরই জন্য,
ব্যাকুল আমার প্রাণ।
তোর মুখটা না দেখিলে,
কাদে দুই নয়ন।।
1 Comments
So sweet song
ReplyDelete