❎বিচার দিব কার কাছে❎
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
চাঁদাবাজি আর ধর্ষণ করে
কাটতো যাদের দিন
তারা কেমনে খতম করে
জাতির গ্লানি ঋণ।।
এমপি ধর্ষক মন্ত্রী ধর্ষক
ধর্ষক ডিসি জেলার
ধর্ষণ করেই হচ্ছে ওরা
বড় বড় কিলার।।
অস্ত্র হাতে ঘুরতো যারা
তারাই এখন টিচার
অস্ত্র মামলায় জেল খাটিয়াও
হয় ভার্সিটির প্রফেসর।।
তাদের হাতে শেখবে জাতি
কোন ধরনের জ্ঞান
ওদের কাছেই খোঁজো আবার
নারী মুক্তির সমাধান।।
ধর্ষক আজ পদে পদে
নিরাপদে করছে বিচরণ
বিচারের দ্বারেও পাওয়া যায়
ধর্ষকের পক্ষে আলাপন।।
দেশ জাতির আজ নৈতিকতা
সীমারেখার তলানীতে ধুঁকছে
নীতির কথা কাকে শোনাই
সবই তো দুর্নীতিতে পুড়ছে।।
0 Comments