কল্প কথা
কল্প কথা-
কবি:- এন এন কলি
যদি আকাশ হতে,
মেঘের ভেলায় ভাসতে ভাসতে
তোমায় ছুঁয়ে দেয়া যেত।।
যদি চাঁদ হতে,
তারা হয়ে জ্বলতে জ্বলতে
তোমার পাশে থাকা যেত।।
যদি নদী হতে,
স্রোতের শব্দ শুনতে শুনতে
বেশ কথা বলা যেত।।
যদি পাহাড় হতে,
ঝর্ণা ধারা বইতে বইতে
তোমার বুকে থাকা যেত।।
যদি বৃষ্টি হতে,
কিছুটা সময় ভিজতে ভিজতে
একটু গল্প করা যেত।।
যদি স্বপ্ন হতে,
দুচোখে ছবি আঁকতে আঁকতে
আরেকটু ঘুমানো যেত।।
যদি বাস্তবতায় হতে,
ছোট্ট একটা ঘর বেঁধে
একসাথে বৃদ্ধ হওয়া যেত।।
2 Comments
Lot of love
ReplyDeleteLot of love
ReplyDelete