@@তবু ভাল থাকিস@@
****কবি এন এন কলি ****বল,
আর কি থেকে মুছে ফেলবি আমায়,
আর কি-ই বা রাখবি তোর জানালায়।
তোর ল্যাপটপ তোর প্রোফাইল
তোর ইনবক্স তোর মোবাইল।
মুছতে পারবি সেই ঠাট্টা হাসি,
আদর অভিমান ভালবাসাবাসি।
পাল্টে ফেলেছিস বাড়ী ফেরার পথ,
একসাথে চলা সেই ছায়াপথ।
ভুলতে পেরেছিস ফোন নাম্বার,
চেনা মুখ আর পরিচিত স্বর।
বলনা কেন এভাবে পাল্টে গেলি
হাতটা ছেড়ে কোন ভীড়ে হারালি।
হৃদয় থেকে অনেক দূরে
জানিনা আছিস কোন অচিনপুরে।
ভাল থাক তবু যেখানেই থাকিস
আমায় মনে নাই বা রাখিস।
জানালায় উঁকি দিয়ে দেখা হয়না
হৃদয় পুড়ে ছারখার আর সয়না।
জানি একদিন হারিয়ে যাবি
মন থেকে আমায় তারাবি।
সেটাই সত্যি হলো জীবনে আজ
বেহায়া মন তোকে খুজে হারিয়ে লাজ।
তোকে মনে পড়ে কেমন আছিস
জানালায় উঁকি দিয়ে দেখা হয়না
হৃদয় পুড়ে ছারখার আর সয়না।
জানি একদিন হারিয়ে যাবি
মন থেকে আমায় তারাবি।
সেটাই সত্যি হলো জীবনে আজ
বেহায়া মন তোকে খুজে হারিয়ে লাজ।
তোকে মনে পড়ে কেমন আছিস
ভালো আছিস নয়তো দুঃখ পুষিস।
তোর আমার ভিন্নতা প্রকৃতির খেলা
জানিনা দেখা হবে কিনা বিদায় বেলা।।
তোর আমার ভিন্নতা প্রকৃতির খেলা
জানিনা দেখা হবে কিনা বিদায় বেলা।।
1 Comments
Congratulations
ReplyDelete