ঈমান


 ঈমান  **
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ **


যারা জীবনের বিনিময় 
জান্নাত করেছে ক্রয়
যারা আপোসহীন থাকে 
ফাঁসির মঞ্চ দেখে
তারা ঈমানের করে না ক্ষয়।


স্বজনের ডাকে যারা 
পিছু ফিরে নাই
দ্বীন কায়েমের পথে
দেয় জীবন একসাথে
অন্তরে আল্লাহর ভয়।


তুমি চিনছো কিনা
সেতো তোমারি প্রত্যয়
বাতিল চিনছে ঠিকই 
দেইনি ছাড় এক সিকি
তাই এত অন্যায়।


ঈমান কারো পাঁজরের 
শক্ত হাড় নয়
ঈমান হল স্বার্থহীন
দীনের তরে সংগ্রাম
জীবনের বড় পরিচয়।


যারা ভালোতে উৎসাহ দেয়
যারা মন্দে বাধা হয়ে রয়
যারা পূর্ণ বিশ্বাস রাখে
তারাই শ্রেষ্ঠ জাতি আল্লাহর ঘোষণায়।
তারা ঈমানের করে না ক্ষয়।

Post a Comment

0 Comments