কবর বাড়ি কবিতা

 কবর বাড়ি
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

যত সুন্দর হোক না তোমার
মরার পরে কবর খানা
কোন কিছুই দেখবে না ভাই
দেখবে শুধু আমলনামা।
হিসাব খাতা সুন্দর হলে
পাইবে তুমি বালাখানা
জামাই আদর পাইবে তুমি
সবই যেন চেনা জানা।
নেক আমল গুনে গুনে
জানাই দিবে তোর ঠিকানা।।
রাত্রিবেলা ঘোর আঁধারে
ভরছো কত পাপের বোঝা
ভাবছো তুমি কেউ দেখেনি
পার পাইবে রাস্তা সোজা।
দুই ফেরেশতা লিখতে আছে
ভালো মন্দের হিসাব খানা।।
কবর বাড়ি যাইবে যেদিন
মুনকার নাকির আসবে সেদিন
সাওয়াল করবে জনে জনে
মানবে না আর অন্ধ কানা।।
রচনাকাল: 3.30 pm
26/02/2021





Post a Comment

0 Comments