ঐক্য বাড়ায় সম্মান**
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ**
একটি শব্দ একটি বাক্য একটু মনের ভাব
একটি জাতি একটি স্বপ্ন একটু প্রেমালাপ।
যুগ যুগান্তর শতাব্দী পেরিয়ে
বিজ্ঞানের এই যুগে,
জাহিলি যুগের হিংস্রতা নগণ্য
বংশীয় উচ্চ মর্যাদায়।
শ্রেষ্ঠত্ব জাহির করার নিমিত্তে
ভুলে যায় স্মৃতি,
ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়
শত বছরের ভালোবাসা।
সঠিক তথ্য জানা সত্ত্বেও
কেন বিরাগী আচরণ?
মানুষ তোমার মনুষত্ব আছে
তুমি করবে সদাচারণ।
ছিঁড়ে ফেলো সকল বাধা
হাতে হাত রাখো
ছুড়ে ফেলো হিংসা ও রাগ
রাসুলের হাদিস শিখো।
থাকো সবাই মিলে মিশে
বাড়াও আপন সম্মান
একটু হাত বাড়িয়ে দাও
দূর হবে অভিমান।।
0 Comments