বাবা সে তো বাবাই
/
/বাবার জন্য একটি গান//@কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ@বাবা সে তো বাবাইবাবার মতো কেউ হয়নাবাবার আদর স্নেহপৃথিবীতে আরতো কেউ দেয়না।।হৃদয় জুড়ে আছোবাবা তোমায় ভোলা যায়নাতোমার মত ছায়াবাবা কারো কাছে পাইনা।।আদর স্নেহ ভালোবাসাসব কপালে শয়নাবাবার মত ডেকেকথা আরতো কেহ কয়না।।ওগো প্রভু দয়াময়তোমার কাছে এই প্রার্থনাবাবার জন্য বলিজান্নাত ছাড়া কিছুই চাইনা।
0 Comments